খুলনা মহানগরীতে ছেলে মো: আলী আকবরের ধারালো ছুরির আঘাতে মা মিনা বেগম (৫০) গলায় গুরুত্বর জখম হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদরথানা পুলিশ ছেলে আলী আকবরকে আটক করেছেন। মিনা বেগম ওই এলাকার মৃত করম আলীর স্ত্রী। খুলনা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
খুমেক হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শামসুর রহমান রোড বড় মির্জাপুর সংলগ্ন এলাকায় মিনা বেগমকে তার ছেলে মোঃ আলী আকবর কোন কারন ছাড়াই ধারালো ছুরি দিয়ে গলায়, কব্জিতে এবং পিঠে জখম করে । পরবর্তীতে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মিনাকে হাসপাতালের সার্জারি-০২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ঊআ-বিএস