UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এন টিভির ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঊষার আলো ডেস্ক
জুলাই ৪, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগান নিয়ে হার না মানা জন প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি  ২১ পেরিয়ে ২২ বছরে পর্দাপন করেছে। এ উপলক্ষ্যে ৩রা জুলাই খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার ম্যামেধ্যে প্রতিষ্টা বাষিকী পালন করা হয়।

এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক । বন্যার দুর্গত সহয়তার জন্য এবার সাংস্কৃতিক অনুষ্টান সহ বিভিন্ন ব্যায় সাশ্রয়ী করে সেই অর্থ বন্যা দুর্গত এলাকায় পাঠানো সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনার প্রবীনতম সাংবাদিক এড মনিরুল হুদাকে কেক মুখে তুলে দিয়ে শুভ সূচনা করেন। কেক কাটা অনুষ্টানে মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা আইনজীবী সমিতির সভাপতি এড সাইফুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, পুলিশ সুপার খুলনা প্রতিনিধি, খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মামুন রেজা, দৈনিক পূবাঞ্চল সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী সনি, কৃষক লীগ সভাপতি শ্যামল সিংহ রায়, নাগরিক নেতা এড বাবুল হাওলাদার, বাংলাদেশ জুট এসাসিয়েশনের সভাপতি ফরহাদ আকন্দ পম্পি, নিরাপদ সড়কের শিরিন আক্তার ,ডুমুরিয়ার কাজী ওয়াহিদুজ্জামান, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটর সাংবাদিক ইউনিয়ন, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ , টিভি রিপোর্টাস ইউনিট , ফট্রোগ্রফা্র এসোসিয়েন, আমরা আদি খুলনা বাসী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং খুলনা কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় বিভিন্ন সংগঠনের পক্ষ হতে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এই ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত উল্লেখযোগ্যরা হলেন, কাজী মোতাহার রহমান বাবু,গৌরাঙ্গ নন্দী , মুন্সী মাহবুব আলম সোহাগ, এস এম হাবীব, মাল্লিক শুধাংশু, তরিকুল ইসলাম,সুলিল দাস, শেখ আল এহসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ন মহাসচিব শেখ হেদায়েদ হোসেন, শামীমুজ্জামান, আমিরুল ইসলাম , এনটিভি দর্শক ফোরাম আহবায়ক হুমায়ুন কবীর বাবুল,,সদস্য সচিব তরিকুল ইসলাম তরিক, সহ বিভিন্ন গন মাধ্যম কর্মীরা।
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালক শেখ সোহেল মোবাইল ফোনে এনটিভির খুলনা বিভাগ প্রধান মুহাম্মদ আবু তৈয়বকে অভিনন্দন জানান এবং এনটিভির অগ্রযাত্রা কামনা করেন। মঙ্গলবার চিকিৎসার জন্য দিল্লীতে চলে যাওয়াই আজ বুধবার উপস্থিত থাকতে পারেননি। তিনি এনটিভির পরিবারকে শুভেচ্ছা জানান।