খুলনায় প্রতিপক্ষের হামলায় মো: হাসিব হাওলাদার (১৮) নামে এক যুবদল কর্মী আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে খানজাহানআলী থানাধীন ফুলবাড়িগেট রং মিলগেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসিব হাওলাদার উক্ত এলাকার বাসিন্দা মো: হাফিজ হাওলাদারের পুত্র। খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উক্ত এলাকার সামনে মো: হাসিবকে পূর্ব শত্রুতার জের ধরে আকাশ, আমান ও ফয়সাল মিলে লাঠি দিয়ে মারধর করে পালিয়ে যায়। এ সময় তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ছেলেটি জানায়, তিনি খানজাহানআলী থানা যুবদলের একজন সক্রিয় কর্মী।