UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় “স্বপ্ন বহুদূর” নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

ঊষার আলো
আগস্ট ১০, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “স্বপ্ন বহুদূর” আজ মঙ্গলবার (১০ ই আগস্ট) সকাল ৯ টায় নগরী হাফিজ নগরে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে।

“স্বপ্ন বহুদূর” খুলনার শুভ উদ্বোধন অনুষ্ঠান সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ সাব্বির আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও হাফিজ নগর আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উপদেষ্টা এইচ এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন “স্বপ্ন বহুদূর”খুলনার পৃষ্টপোষক ও প্রধান উপদেষ্টা, আল-কারীম অক্সিজেন সেবা খুলনার সহকারি পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন”স্বপ্ন বহুদূর” খুলনার সকল নেতৃবৃন্দ।

এর আগে, এক সভায় সর্ব সম্মতিক্রমে “স্বপ্ন বহুদুর” এর পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা হিসাবে আলহাজ্ব মোহা: আব্দুল মালেক সাহেব কে  মনোনীত করে  ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়।

কমিটির তালিকা হলো চেয়ারম্যানঃ হাফেজ মুহাম্মাদ সাব্বির আহমাদ, ভাইস-চেয়ারম্যানঃ হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম, ভাইস চেয়ারম্যানঃ মুহাম্মাদ রমজান, সাধারণ সম্পাদকঃ হাফেজ মুহাম্মাদ বোরহান উদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদকঃ মুহাম্মাদ রাসেল হুসাইন, দপ্তর সম্পাদকঃ হাফেজ মুহাম্মাদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদকঃ মুহাম্মাদ রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদকঃ হাফেজ মুহাম্মাদ শরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদকঃ মুহাম্মাদ শাহরিয়ার তাজ, দুস্থ ও মানব কল্যান সম্পাদকঃ হাফেজ মুহাম্মাদ সিয়াম ইফতি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকঃ হাফেজ মুহাম্মাদ রাসেল আদনান, কার্যনির্বাহী সদস্য- হাফেজ মুহা: রাগিব নিহাল গালিব সহ ৪ জন।

সভা সর্বসম্মতিক্রমে “স্বপ্ন বহুদূর” খুলনার প্রতি বছর ১০ ই আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইহা ছাড়া আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০ শে আগস্ট শুক্রবার বাদ জুমা নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং প্রশিক্ষণের আয়োজন করা হবে।(খবর বিজ্ঞপ্তি)

(ঊষার আলো-আরএম)