UsharAlo logo
মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার রাস্তা পরিস্কারে রোড সুইপিং মেশিন

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা শহরের রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবার আধুনিক গাড়ি ব্যবহার করছে খুলনা সিটি করপোরেশন। সুন্দর ও ছোট আকৃতির এই গাড়ি শহরের সড়কের ধুলাবালু পরিষ্কার করবে। আধুনিক এই গাড়ি ‘ঝাড়ুদার গাড়ি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের সূত্র জানায়, গত প্রায় ৪ মাস পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গাড়িগুলো কেসিসিতে আনা হয়। কিন্তু শহরের অধিকাংশ রাস্তায় সংস্কার চলায় গাড়িগুলো এতোদিন গ্যারেজেই অলসভাবে ছিলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহরকে নতুনভাবে সাজানো হচ্ছে। তাই এই গাড়িগুলো নামানো হয়েছে।
সাধারনত নগরীর রাস্তা পরিষ্কারের দায়িত্ব ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের। কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের যে কর্মীরা ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করে তারাই এ কার্যক্রমের তদারকি করেন। এজন্য প্রতিটি ওয়ার্ডে পৃথক-পৃথক ঝাড়ুদার আছে। বিভিন্ন দিবস উদযাপনের সময় প্রধান রাস্তাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দৈনিক মজুরির ভিত্তিতে চুক্তিতে ঝাড়ুদার নেয়া হয়। বিষয়টি জটিল এবং এর কার্যকারিতা কম থাকে। তারই প্রেক্ষিতে আধুনিক রোড সুইপিং মেশিন কেনার তৎপরতা শুরু হয়। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়ন প্রকল্পেও এ গাড়ি কেনার প্রস্তাবনা রয়েছে।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আবদুল আজিজ বলেন, রাস্তায় গাড়িটি চলার সময় ভ্যাকুম ক্লিনারের মাধ্যমে ধুলাবালু ভেতরে টেনে নিয়ে একটি বাক্সে রাখবে। গাড়ির অপর আরেকটি অংশ ঝাড়ু দেবে। এই মেশিন গাড়ির মাধ্যমে প্রতিদিন ৫ কিলোমিটার রাস্তা পরিষ্কার করা যাবে।

ঊষার আলো- এএনএস