UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার লবনচরা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৭, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীর লবনচরা থানাধীন দারোগার লীজ নামক স্থানে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, রোববার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা-মংলা মহাসড়কের ২০ ফুট দুরে দারোগার লীজ এলাকায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা  পুলিশে খবর দেয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর। মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে। কেউ এই ব্যক্তি পরিচয় জেনে থাকলে লচনচরা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ওসি মমতাজুল হক আরও জানান, পরিচয় না পাওয়া গেলে মৃত দেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।