UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় আটটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

koushikkln
ডিসেম্বর ২১, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার (২১ ডিসেম্বর) খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা, মেঘলা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য রাখায় জয়গুরু স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জয় মা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় (ভূয়া ডাক্তার) রানী মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, পণ্যের মোড়কে বিক্রয় মূল্য লেখা না থাকায় দেবু কসমেটিকসকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য ও নির্ধারিত দামের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় গোলাম রসুল স্টোরকে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় বেলায়েত ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।