UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় করোনা ডেডিকেটেড শয্যা বৃদ্ধির দাবি নাগরিক সমাজের

koushikkln
জুন ১১, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় করোনা ডেডিকেটেড শয্যা বৃদ্ধি, অক্সিজেন প্লান্ট স্থাপন এবং করোনা চিকিৎসায় চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধিসহ মানসম্মত করোনা চিকিৎসা নিশ্চিতকরণের দাবী জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ১০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলেও তথ্যমতে সেখানে ভর্তি হয়েছে ১৪০ জন রোগী। অন্যদিকে কর্তৃপক্ষ করোনা ডেডিকেটেড হাসাপাতালে রোগী ভর্তি বন্ধ মর্মে নোটিশ টানিয়ে দিয়েছেন। রয়েছে অক্সিজেন স্বল্পতা। অপারেশন থিয়েটার থেকে পাইপের মাধ্যমে করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করা হয়। অথচ অক্সিজেন প্লান্টের মেশিনটি দ্বারা এখনই অক্সিজেন উৎপাদন ও সরবরাহ করা সম্ভব। রয়েছে চিকিৎসক ও নার্স-সহ জনবল সংকট। খুলনা এখন করোনা হটস্পট বিবেচনায় চিকিৎসা সংক্রান্ত সক্ষমতা নিশ্চিত করা সময়ের দাবি। নেতৃবৃন্দ অনতিবিলম্বে জরুরী ভিত্তিতে আরো ন্যূনতম ২০০ শয্যার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের পক্ষে আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ ফ ম মহসীন ও সংগঠনের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার।