UsharAlo logo
মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নানা কর্মসূচি

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনায় উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’।

মহানগর আওয়ামী লীগ

বুধবার (১৭ মার্চ) সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর, জেলা ও অংগসংগঠনসমূহ, স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগ

দিবসটি উপলক্ষ্যে স্মরণিকা, গ্রন্থ, দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ, সকল সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা, মুজিববর্ষ উদযাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যানার ও ফেস্টুন স্থাপন, সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা সোনালী ব্যাংক লিমিটেড স্যার ইকবাল রোড শাখায় কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে। এছাড়া খুলনার বিভিন্ন ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটি উদযাপন করে।

খুলনা রেঞ্জ ডিআইজি

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ নিজস্ব উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টরি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর  ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। স্থানীয় পত্রিকায় বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হয়।

রেলওয়ে স্টেশনে যাত্রীর ফুলেল শুভেচ্ছা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে (বুধবার) সকালে খুলনা রেলওয়ে ষ্টেশনে পাকশী রেলওয়ে বিভাগের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও যাত্রীদের ফুলেল শুভেচ্ছা। এসব কর্মসূচীতে অংশ নেন পাকশী রেলওয়ে বিভাগের এরিয়া ম্যানেজার মুজিবর রহমান, সাইফুল ইসলাম, খায়রুল বাশার, জাকির হোসেন, বেনজির আহমেদ, মনির হোসেন রাহাত, আরিফ হোসেন, ষ্টেশন মাষ্টার মানিক চন্দ্র সরকার, শামীমুর রহমান, বায়তুল ইসলাম, উৎপল চন্দ্র, মোতালেব মিয়া, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

কেএমপি কমিশনার

জাতীয় মহিলা সংস্থা : সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এবারে প্রতিপাদ্য বিষয়- “বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন” এর আলোকে জাতীয় মহিলা সংস্থা কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল ও সভা সংস্থার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব রুনু ইকবাল বিথার এবং সঞ্চালনা করেন মহিলা সংস্থার সদস্য নুরীনা রহমান বিউটি সম্মানিত অথিতি হিসাব উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সদস্য নাজনীন নাহার কনা, সাদিয়া সালাম জাতীয় মহিলা সংস্থার সদস্য, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ -সভাপতি আঞ্জুমানআরা,লিভানা পারভীন, যুগ্ম সাধারন সম্পাদক জাহানারা সিরাজ, প্রচার সম্পাদক- আলেয়া সাইদ, পারভীন হাসমত, সদর থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন ইলিয়াস, সহ সভাপতি- ও জাতীয় মহিলা সংস্থার সদস্য শবনম সাবা তাসলিমা আক্তার, সাধারন সম্পাদক- খালিশপুর থানা ইসরাত আরা হীরা সদস্য জাতীয় মহিলা সংস্থা, কৃষ্ণা দাশ, আরো উপস্থিত ছিলেন সংস্থার সকল কর্মকর্তা/কর্মচারী ও প্রশিক্ষণার্থী বৃন্দ।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, বাঙালী জাতির আলোর দিশারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১। যার হাত ধরেই সূচনা হয় বিজয়ের। দিবসটি উপলক্ষ্যে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের (খুকৃবি) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর নেতৃত্বে বিশ^বিদ্যালয় পরিবার বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বেলুন উড্ডয়ন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার (শাহাজান), বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের পক্ষ থেকে আহবায়ক ডাঃ মোঃ আশিকুল আলম ও সদস্য সচিব ড. এম এ হান্নান, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধুসহ ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাঙ্গালী জাতিকে জ্ঞান-বিজ্ঞান, প্রজ্ঞায়, শক্তি-সাহসে পূর্ণাঙ্গ জাতি হিসেবে বিশে^র দরবারে প্রতিষ্ঠিত করার। এরই প্রয়াসে নিজের আরাম-আয়েশ, সুযোগ-সুবিধার কথা না ভেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশ ও জাতির কল্যানে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রজ এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রথপ্রদর্শক। সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল কৃষি ও শিল্পের বিপ্লব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন। এরই ধারাবহিকতায় কৃষি ব্যবস্থায় গতিময়তা আনয়নের লক্ষ্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারী তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। তাঁর এই ঐতিহাসিক ঘোষনার ফলে দেশের সার্বিক কৃষি উৎপাদন সহ কৃষিশিক্ষা ও গবেষণায় ব্যাপক গতিশীলতা সঞ্চারিত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা শ্রদ্ধা :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা।
বুধবার (১৭ মার্চ) সকাল ৮টায় দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান,সহ-সভাপতি আহাদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য মফিজুল ইসলাম, জিএম মামুন কবির, জেনারুল ইসলাম, আকবার আলী, আসাদুল ইসলাম, তাজমুল হোসেন, প্রশান্ত মন্ডল,  আয়নুল ইসলাম, শাহ আলমগীর মিলন, সঞ্জয় মন্ডল, শাহিনুর আলম শাহীন, আবু রায়হান খান, সাকাত খান,  সোহেল আমিন, নয়ন প্রমুখ।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর এর পক্ষ থেকে জাতির পিতার ভাস্কর্যে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ছবি: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব এ জাতির পিতার ভাস্কর্যে মাল্যদানের সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরীর সভাপতি দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা, খুলনা টাইমস এর সম্পাদক সুমন আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর এর যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নুর হাসান জনি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগরীর প্রচার সম্পাদক এস এম মেশকাত হোসেন,মোহাম্মদ সিয়াম,খালিশপুর থানার আহবায়ক মোঃ রবিউল হোসেন খান,সদস্য সচিব মো কামাল বেপারী, মোঃ হুমায়ুন কবির বাদল,বি এম কামরুজ্জামান, পুতুল, মোহনা প্রমুখ।

আইফুল স্মৃতি সংঘ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন করেছে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘ। গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উৎসাহ ও উৎফুল্লতার মধ্য দিয়ে কেক কাটা হয়।

ছবি: বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে কেক কাটা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, হেমায়েত উদ্দিন খান, শেখ কুদ্দুস হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, সদস্য সচিব তপন কুমার রায়, যুবলীগ নেতা ইকবাল হোসেন, জালাল মৃধা, জয়নাল ফরাজী, আব্দুল হান্নান, কাশেম ফরাজী, জুম্মান ঢালী, শাকিল হোসেন, রাহাত জোমাদ্দার প্রমুখ। পরে শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।