UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় দু’শিশুর অস্বাভাবিক মৃত্যু

koushikkln
অক্টোবর ১, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বটিয়াঘাটার গাওঘরা গাঁয়ের হাট নামক এলাকায় ৩৫ দিনের মরিয়ম নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় এঘটনাটি ঘটেছে। শিশুটি গাওঘরা গাঁয়ের হাট গ্রামের সাইফুল ইসলামের কন্যা।

জানা গেছে, ওই এলাকার শিশু কন্যার পিতা সাইফুল ইসলাম ও মাতা রিতা বেগম শিশুটিকে নিয়ে ঘরের ভিতর ঘুমিয়ে ছিলো। এরপর শনিবার সকালে স্থানীয়রা শিশু কন্যাটির মৃত দেহ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশু কন্যার লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু কন্যার পিতা ও মাতাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছিলো বলে পুলিশ জানায়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জালাল জানান, পুকুর থেকে মরিয়ম নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

অপরদিকে লবনচরা থানাধীন দারোগাভিটা এলাকায় ড্রেজিংয়ের কাজ করার পর জমে থাকা গর্তের পানিতে পরে তাওসিফ (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টায় ওই এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তাওসিফ ওই এলাকার আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টায় শিশু তাওসিফ দারোগাভিটা এলাকায় খেলা করছিলো। খেলা করতে করতে সেখানে ড্রেজিংয়ের কাজ করার পর গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় শিশু তাওসিফ। এরপর সে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দারোগা ভিটা এলাকায় খেলা করতে যেয়ে পানিতে পরে এক শিশু মারা গেছে বলে শুনেছি। তবে এঘটনায় এখনও কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।