খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি উদযাপন করে খুলনা ব্যুরো অফিস। সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে কেক কেটে কর্মসূচির সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
দৈনিক ভোরের দর্পণের খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম রায়হানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, দৈনিক দক্ষিণঞ্চাল প্রতিদিন সম্পাদক এসএম সাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনারুল ইসলাম কাজল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খুলনা মহানগর শাখার সভাপতি এম এম কবির আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি সাংবাদিক এস এম নুর হাসান জনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি জাহিদুল ইসলাম, দেবব্রত রায় বাটুল, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, বাহাউদ্দীন বাহার, ওবায়দুল হক তালুকদার, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, দৈনিক ভোরের দর্পণের খুলনা সদর প্রতিনিধি মোঃ জিয়াউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি আবুল হাশেমসহ খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয়পর্বে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।