ঊষার আলো প্রতিবেদক: খুলনায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। খুব ভোর থেকে পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধরণের চলাচল নিয়ন্ত্রন করছে। একে ঈদের তৃতীয় দিন আবার শুক্রবার হওয়ায় রাস্তায় মানুষের তেমন চলাচল নেই। তবে শহরে বিজিবি অথবা সেনা বাহিনীর কোন টহল চোখে পড়েনি।
সকালে সরেজমিন ঘুরে দেখে গেছে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় যানবাহনের কোন চাপ ছিল না। জনসাধারনের উপস্থিতিও কম। একই অবস্থা শিববাড়ী, ডাকবাংলো মোড়, ময়লাপোতা মোড়সহ অন্যান্য ব্যস্ত মোড়গুলির। এছাড়াও নগরীর গল্লামারী মোড়ে পুলিশের চেকপোস্ট থাকায় শহর থেকে কোন যানবাহন বাহিরে যেতে পারছে না। আবার অ্যাম্বুলেন্স ও জরুরী সেবার যানবাহন ব্যতিত অন্য কোন পরিবহন শহরে প্রবেশ করেনি। শুধু রিকসা ও মোটর সাইকেল ছাড়া অন্যকোন গণ পরিবহন লক্ষ্য করা যায়নি। বিভিন্ন পাড়া মহল্লায় অলিগলিতে কয়েকটি ইজিবাইক চলতে দেখা গেছে।
এছাড়াও বেশ কয়েকটি পয়েন্টে পুলিশের চেকপোস্টে সন্দেহভাজনদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। তবে এখনপর্যন্ত লকডাউন অমান্য করার অভিযোগে কাউকে গ্রেফতার বা জরিমনা করার খবর পাওয়া যায়নি। (ঊষারআলো-বিএস)