UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাড়ির মালিক হত্যায় ভাড়াটিয়াকে যাবজ্জীবন কারাদন্ড

pial
নভেম্বর ১০, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার মিয়াপড়ায় বাড়ির মালিক শহীদুল ইসলাম ডলার হত্যার দায়ে আসামি বাবু বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার।

বাদীর দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে. খুলনার ৯ নং মিয়া পাড়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম ডলার। তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন জনৈক সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। ঘটনার আগের চারমাসের ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া বাড়ির মালিকের সাথে নয়-ছয় করতে থাকে।

২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২ টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়া আনতে আসামি বাবুর কাছে যান। এ সময়ে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। এক সময়ে বাবু ঘর থেকে ধারালো একটি ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যপুরী আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সংবাদ পেয়ে পরিবার ও অন্যান্য ভাড়াটিয়া তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ সুরতহাল রির্পোট করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন থানায় হত্যা মামলা দায়ের করেন, (যার নং ৪৯)। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি বাবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(ঊষার আলো-এফএসপি)