ঊষার আলো ডেস্ক : দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত সরকার স্বীকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে অদ্য ০৪ ডিসেম্বর শনিবার (০৪ডিসেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাব চত্বরে ‘একচেটিয়া ভাড়া বাড়িয়ে মালিকদের ইচ্ছেমত ভাড়া আদায়, সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে যাত্রীদের ঘাড়ধাক্কা বাস থেকে ফেলে দেয়া ও নাজেহাল এবং ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের দাবীতে’ এক প্রতিবাদ সভা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার সভাপতি প্রকৌঃ রফিকুল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনÑখুলনা মহানগর শাখার আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম মনি, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক খোকন, অর্থ সম্পাদক এমডি আশরাফ হোসেন, মোঃ রাশেদ রানা, বিকাশ চন্দ্র সরকার, ইঞ্জিনিয়ার মোঃ শফিউল ইসলাম, মোঃ মনির হোসেন, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, মোঃ নাঈম হাসান, ফয়সাল হোসাইন, রেশমা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ ও যাত্রীদের নাজেহাল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।