UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় রাজপথে গণঅনশন করতে পারেনি বিএনপি : পুলিশী বাধার অভিযোগ

koushikkln
নভেম্বর ২০, ২০২১ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পুলিশি বাধার কারণে খুলনায় রাজপথের গণঅনশন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও পরে বেলা ১১টায় দলের কার্যালয় অভ্যন্তরে অনশন কর্মসূচি শুরু হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের নিচে গণ অনশন কর্মসূচির জন্য অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। নয়টার দিকে মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু সেখানে নেতাকর্মীরা উজ্জীবিত হয়। এ সময় পুলিশ সড়কে অবস্থান নিয়ে কোনো কর্মসূচি পালন করা যাবেনা বলে তাদের তুলে দেয়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।
খুলনা সদর থানার ওসি আল মামুন বলেন, পূর্ব অনুমতি না থাকায় সড়কে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে। তারই ধারাবাহিকতায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। পুলিশ পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। এখানে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের তুলে দেয়া হয়েছে। আমরা যেকোন মূল্যে কর্মসূচি সফল করব।