UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের হামলায় আহত যুবক মারা গেছে

koushikkln
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে গুরুতর সালমান শাহ (২৫) নামের এক যুবক মারা গেছেন।

গত ১৭ সেপ্টেম্বর সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত করে। এ ঘটনার ৮ দিন পর শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সালমান শাহ রুপসা সামন্তসেনা গ্রামের সেকেন্দার আলীর সেজ ছেলে ।

আড়ংঘাটা থানা পুলিশ সূত্রে জানা যায় এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। তবে প্রধান আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষা দেওয়ার জন্য রূপসা থেকে যশোর এম এম কলেজের পরের দিন পরীক্ষা দিতে যাবে এ জন্য আরংঘাটা থানা দিন রায়ের মহল পশ্চিমপাড়া এলাকায় বন্ধু রোমান খন্দকারের বাড়ি আসেন । কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ,জাহাঙ্গীর , আলমগীর, রব ,দিপু ও পিন্টু খন্দকার ওত পেতে বসে থাকে। পরে সালমান শাহ’র ওপর হামলায় চালায়।