UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চাল‌কের মৃত্যু

ঊষার আলো
জানুয়ারি ৩, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার নতুন রাস্তা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চাল‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত ব্যক্তির নাম হাসান আজগর বাবু (৩৫)। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার‌ দি‌কে দুর্ঘটনা‌টি ঘ‌টে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর নতুন রাস্তা মোড়ে তেলবাহী ট্যাংক লরি (যশোর মেট্টো ড ৪১-০০০৪) এর সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীর মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বর্তমানে ট্রাকটি দৌলতপুর থানায় রয়েছে এবং নিহত ব্যক্তির লাশ পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।