ঊষার আলো প্রতিবেদক: খুলনা থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২১ একুশ হাজার ৬শ’ ৩০ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ মার্চ ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আট জুয়াড়ী গ্রেফতার হয়েছে। এদের সবাইকে খুলনা সদর থানাধীন দক্ষিণ বাগমারা, জনৈক আসাদের ২ তলা বাড়ীর ২য় তলার দক্ষিণ পাশের রুমের মধ্যে থেকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ৬ সেট, তাস, ১টি ছাপার সুতি কাঁথা এবং নগদ ২১ হাজার ৬শ ৩০ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর তৈয়বা কলোনী এলাকার মুত আঃ লতিফের পুত্র মোঃ সাইদুর রহমান(৫৫), সোনাডাঙ্গা খাঁ বাড়ী এলাকার মৃত: অনিল কুমার সাহারন পুত্র দিপুল কুমার সাহা(৪৩), বাগমারা মেইন রোড এলাকার মৃত: কলিম উদ্দিন শেখের পুত্র আঃ মান্নান শেখ(৬২), রূপসা দুর্জনীমহল পশ্চিমপাড়া এলাকার শেখ সাইদুর রহমান সাইদের পুত্র মোঃ অনিক শেখ(২৬), সোনাডাঙ্গা শেখ পাড়া এলাকার মৃত: মুনসুর তালুকদারের পুত্র মোঃ বাচ্চু তালুকদার(৩১), হরিণটানা এলাকার বাসিন্দা মৃত কিনু শেখের পুত্র মোঃ আবুল বাসার(৫৫), দোলখোলা মতলেবের মোড় এলাকার মৃত কালিপদের পুত্র সুকুমার কুন্ডু(৫২) এবং খুলনা সদর থানার চাঁনমারী এলাকার ওসমান উদ্দিন মোল্লার পুত্র মোঃ আলমগীর হোসেন(৪৩)।
(ঊষার আলো-আরএম)