ঊষার আলো রিপোর্ট : ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের ভিত্তি ঠিক করতে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে গণতন্ত্র মঞ্চ।মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের শরিক আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল জক, জোনায়েদ সাকিসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদু চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
ঊষার আলো-এসএ