ঊষার আলো ডেস্ক : ৬ ডিসেম্বর, গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ ৯ বছর পর ১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে, তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন সরকার।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, এম এ রিয়াজ কচি, এ্যাড. শাহ আলম, মোজাফফর মোল্লা, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, এ্যাড. জেসমিন পারভিন জলি, মোঃ পারভেজ হাওলাদার, আলমগীর মল্লিক, ফেরদৌসুর রহমান, জিয়াদুল ইসলাম, কুমারেশ মন্ডল, আল মাহমুদ প্রিন্স, আবুল হাসান পলাশ, কমলেশ কুমার সানা, আবির মালিক, মাহ্ফুজুর রহমান সোহাগ, এ্যাড. পলাশী মজুমদার, মারুফ হোসেন, বাধন হালদার, শেখ মোঃ রাসেল, আলমগীর হোসেন রাজু, পলাশ রায়, নীলমনি বিশ্বাস প্রমুখ।