UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গম রপ্তানি বন্ধ ঘোষণা করলো ভারত

pial
মে ১৪, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বড় বাণিজ্য লক্ষ্যমাত্রা ঘোষণার দু’দিনের মাথায় গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যে শনিবার (১৪ মে) থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ভারতের বৈদিশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের দপ্তর জানায়, শুক্রবার বা এর আগে যেসব এলসি খোলা হয়েছে কেবল তার বিপরীতেই রপ্তানির অনুমতি দেওয়া হবে। শনিবার হতে নতুন করে কোনও রপ্তানির অনুমোদন দেওয়া হবে না।

বিশ্বে গম রপ্তানিতে চীনের পর ভারত দ্বিতীয় সর্ববৃহৎ রাষ্ট্র। আর গম রপ্তানিতে অপর দুটি শীর্ষস্থানীয় দেশ ইউক্রেন ও রাশিয়া এখন যুদ্ধরত। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশ দুটি থেকে গম রপ্তানি কমতে শুরু করে।

বৈদিশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ‘দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও প্রতিবেশী এবং অন্যান্য দুর্বল দেশগুলোর চাহিদা মেটাতে’ এ সিদ্ধান্ত নিয়েছে।

গত মার্চে তাপদাহের পর ভারতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও এপ্রিলে মূল্যস্ফিতি ৭ দশমিক ৭৯ শতাংশে উন্নীত হওয়ার জন্য সরকার চাপের মধ্যে আছে।

(ঊষার আলো-এফএসপি)