UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গল্পে নয় বাস্তবে গরু গাছে উঠল!

usharalodesk
সেপ্টেম্বর ৫, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গরু কখনও গাছে ওঠে না, ‘গল্পের গরু গাছে ওঠে’ প্রবচনটি সে কারণেই রয়েছে। তবে এবার গল্পে নয়, বাস্তবেই গাছে উঠল গরু। অবশ্য গরুটি স্বেচ্ছায় ওঠেনি, এর জন্য দায়ী হলো ঘূর্ণিঝড় ইডা। ঘূর্ণিঝড় ইডা যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে তানডব চালাচ্ছে। প্রথমে লুইজিয়ানা প্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি করে আর এখন তাণ্ডব চালাচ্ছে নিউ ইয়র্কের নিউ জার্সিতে।

গরুর গাছে উঠে পড়ার দৃশ্য দেখা গেল লুইজিয়ানাতে। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে কৃষিকাজ হয়, আছে প্রচুর ফাঁকা জমি। ফলে ঘূর্ণিঝড় ইডার তাণ্ডব প্রবলভাবে অনুভূত হয় এখানে। অসংখ্য মানুষ বাড়িছাড়া হয়েছেন। জলমগ্ন হওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিসেবা। এমতাবস্থায় উদ্ধারকাজ চালাতে এসে গাছে গরু আটকে আছে দেখেন দুর্যোগ মোকাবিলা দলের কর্মীরা।

দু’টি ডালের মধ্যে এমন ভাবে ফেঁসে ছিল গরুটা যে তার নড়ার ক্ষমতাও ছিল না। উদ্ধারকর্মীরা প্রথমে ডাল দু’টি টেনে ফাঁকা করে গরুটিকে ছাড়ানোর চেষ্টা করে, তবে তাতে কাজ হয়নি। পরে ডাল কেটে গরুটিকে উদ্ধার করা হয় বলে জানা যায়। পরে গরুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

(ঊষার আলো-এফএসপি)