ফুলবাড়ীগেট প্রতিনিধি : ১নং আটরা গিলাতলা ইউনিয়ন ও ৮নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের যৌথ নৌকা বাইচের প্রস্তুতি সভা শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গিলাতলা আদর্শ যুব পর্ষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মোল্লা কওসার আলীর পরিচালনায় এবং গিলাতলা আদর্শ যুব পর্ষদের সভাপতি শেখ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট,পুরস্কার, কমিটি গঠন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম, সিদ্ধিপাশা সাবেক ইউপি চেয়ারম্যান জি এম সারোয়ার ফরাজি, গাজী তফসির আহমেদ, খান ফিরোজ আহমেদ, সরদার আমিরুল ইসলাম, মোল্লা জিয়াউর রহমান ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, গাজী আশরাফ হোসেন, সর্দার সালেহ আহমেদ শেখর, মোল্লা ইকবাল হোসেন, মুন্সি মোহাম্মদ আলী, মুন্সী হায়দার আলী, মিন্টু খান, আফজাল হোসেন, অধ্যাপক গাজী মোফাজ্জল হোসেন খান শাহিন হোসেন, খান মোক্তার হোসেন, এস এম আবু সাঈদ, খান মনিরুল ইসলাম, খান রিপন হোসেন, মুন্সী সাজ্জাদ হোসেন, গাজী রিপন, শেখ আবুল বাশার, সরদার গোলাম পাঞ্জাতুন টিটো, রুবেল খান, নাহিদ হোসেন, হেমায়েত খান, তিশি সহ গিলাতলা আদর্শ যুব পর্ষদের কার্যকরী সদস্যবৃন্দ, গিলাতলা ও সিদ্ধিপাশা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২৫ ও২৬ নভেম্বর দুইদিন ব্যাপী নৌকা বাইচের সিদ্ধান্ত গৃহীত হয়।