UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

usharalodesk
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :গোপালগঞ্জে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে জেলার সদর উপজেলার করপাড়া গ্রামে হাফিজের দোকানের সামনের সড়ক থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহ‌তের বাড়ি একই উপ‌জেলার করপাড়া ইউ‌নিয়‌নের মধ‌্য করপাড়া গ্রা‌মে।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, বুধবার ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯ লাইনে ফোন করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে মেহেদী হাসান সাগরের মোবাইল ফোনে একটি ফোন আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

ঊষার আলো-এসএ