UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষক লীগের ত্রাণ বিতরণ

usharalodesk
জুন ১০, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। রোববার বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া ও মহিরপুর সহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ (ধান বীজ, সবজি বীজ, ডিএপি সার) বিতরণ করা হয়।

ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ কালে কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত রাখাইন সম্প্রদায় সহ এক হাজার কৃষকের মাঝে কৃষি উপকরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসীমউদ্দীন, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহদপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ঊষার আলো-এসএ