ঊষার আলো ডেস্ক : ২০৩০ সালের আগেই ইলোন মাস্কের সংস্থা ‘স্পেসএক্স’র মঙ্গলে যাওয়ার কথা ছিল। তবে পরীক্ষামূলক ওড়ানের সময় এ নিয়ে ৪ বার ভেঙে পড়ল তার এস১১ প্রটোটাইপ।
দক্ষিণ টেক্সাস হতে স্থানীয় সময় গত ৩০ মার্চ সকালে এস১১ প্রটোটাইপের পরীক্ষামূলক উড়ান শুরু হয়। কিন্তু মিনিট কয়েক পরেই রকেটের ক্যামেরা বন্ধ হয়ে ভিডিওতে দেখা যায়, স্পেসশিপের অংশ মাটিতে পরে বিস্ফোরিত হয়ে যায়।
ইলোন মাস্ক বলেন, ‘রকেটটি ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনটিতে গণ্ডগোল দেখা দেয়। নামার সময় অপারেটিং চেম্বারের প্রেসার যতটা থাকার প্রয়োজন তা ছিল না। তত্ত্বগতভাবে এটি হওয়া উচিত ছিল না। ভেঙে পড়া টুকরোগুলো পরীক্ষা করে এর মূল কারণ বোঝা যাবে।’
মাস্কের পূর্ব পরিকল্পানুযায়ী, ২০৩০ সালের অনেক পূর্বেই স্টারশিপ মঙ্গলে পৌঁছানোর কথা ছিল। স্টারশিপককে সুপার হেভি রকেটে করে পাঠানো হবে ও তা একদম পুনর্ব্যবহারযোগ্য হবে। এটি ৩৯৪ ফিট লম্বা হবে।
(ঊষার আলো-এফএসপি)