ঊষার আলো প্রতিবেদক: খুলনা নগরীর গোবরচাকায় গরীবের চিকিৎসক খ্যাত ডাঃ শেখ ইকরাম হোসেন মারা গেছেন (ইন্নাল্লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গত মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বয়রা আর্ট কলেজ এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাঃ ইকরাম গোবরচাকার মুন্সিবাড়ির বীর মুক্তিযোদ্ধা সাঈদ মুন্সির জামাতা। তার জীবদ্দশায় তিনি খুব কম খরচে সারাজীবন গরীব মানুষের সেবা দিয়ে গেছেন। মঙ্গলবার বাদ এশা তার জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ডাঃ ইকরামের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোবরচাকাস্থ তার নিজ বাড়িতে নানা শ্রেণীপেশার মানুষ তাকে এক পলক দেখার জন্য ভীড় করে। নিরঅহংকার এই মানুষটি সারা জীবন সাদামাটা জীবন-যাপনে অভ্যস্থ ছিলেন।