UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চার দিনেও সন্ধ্যান মেলেনি নিখোঁজ ব্যবসায়ীর : শিরোমনিতে মানববন্ধন

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

শিরোমণি কেডিএ মার্কেটের ৫৩নং চশমা ও ঘড়ির দোকান ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন গত ১৫ এপ্রিল দুপুরে দোকানের মালামাল কিনতে খুলনার উ উদ্দেশ্যে যেয়ে আর ফিরে আসেনি। এ বিষয়ে খুলনা সদর থানায় তার পরিবারের পক্ষ থেকে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন যার নং ১১৬৪, তারিখ ১৬/০৪/২০২৫ ইং। দীর্ঘ চার দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি।

প্রশাসনের নিকট অবিলম্বে খুজে বের করার দাবিতে আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় শিরোমণি কেডিএ মার্কেটের সকল ব্যাবসায়ীরা শিরোমণি খুলনা – যশোর মহাসড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্যাবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ আনোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ ও সিয়াম, ইফতেখায়রুল আলম বাপ্পি, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, মুরাদ হোসেন, মোহাম্মদ রইস, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনসার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন , ইতি, টুটুল, শামসুদ্দিন , হাবিবুর রহমান মিন্টু, মোহাম্মদ শরিফুল ইসলাম, রাফসান, আবু তালেব, সোনিয়া, পিয়া সহ সকল ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ী বৃন্দ বলেন অনতিবিলম্বে প্রশাসন তাকে খুঁজে বের না করলে কঠোর আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে ঘোষণা দেন।

ঊআ-বিএস