ঊষার আলো ডেস্ক : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদে ফিশারিজ প্রোডাক্ট বিজনেস প্রোমশন কাউন্সিল (এফপিবিসি) বাণিজ্য মন্ত্রণালয় ও ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর যৌথ অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তর খুলনার সহযোগিতায় ‘চিংড়ির রোগ বালাই ও রোগ বালাই প্রতিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফোয়াবের আয়োজনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ফোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি, মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা এরোটর-এর এমডি বি সিদ্দিক, আওয়ামী মৎস্যজীবী লীগ ডুমুরিয়া উপজেলা সভাপতি দীনবন্ধু বালা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑশোভনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, শিবপুর বাদুরগাছা চিংড়ি ক্লাস্টার সমিতির সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য মফিজুল ইসলাম গাইন, পাতিবুনিয়া চিংড়ি ক্লাস্টার সমিতির সভাপতি ও নবনির্বাচিত ইউপি সদস্য শেখ আব্দুর রশীদ, শোভনা পূর্বপাড়া চিংড়ি ক্লাস্টার সমিতির সভাপতি বাবুল শেখ। বক্তব্য রাখেনÑফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, অর্থ সম্পাদক সাফায়েৎ হোসেন শাওন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান খান রাহাত, মোল্লা মোশাররফ হোসেন, বুলু রানী ম-ল, সোহরাব হোসেন, সঞ্চিতা রায় প্রমুখ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বে নিরাপদ চিংড়ি উৎপাদনে এক নম্বর হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অ্যাকুয়াকালচার সেক্টরের সকলকে প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত করতে হবে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৎস্যবান্ধব সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সেই সাথে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি আরও বলেন, আপনারা যাঁরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে জনসেবার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে নির্বাচিত হয়েছেন, আপনারা অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কাজ করে যাবেন। দেশের উন্নয়নের চাবিকাটি এনে দিয়েছে দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টর। এ সেক্টরের উন্নয়নে চাষিদের প্রশিক্ষিত করার বিকল্প নেই। চাষিরা প্রশিক্ষিত হলে দেশের উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে।