UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের টিকা ১০ মে’র মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী

usharalodesk
মে ৩, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনের উপহার হিসেবে দেয়া ৫ লাখ ডোজ টিকা আগামী ১০ মে’র মধ্যে বাংলাদেশে আসতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এটা আনার ব্যবস্থা করছে। সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৮০ থেকে ৯০ শতাংশ সংক্রমণ এবং মৃত্যুই হচ্ছে বিভিন্ন সিটি করপোরেশন এলাকায়। কাজেই এই অঞ্চলগুলো কঠোর নজরদারির আওতায় রাখা হবে।’
তিনি বলেন, ‘চীন থেকে টিকা কেনার জন্য আমাদের তরফ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেলে টিকা কেনার বিষয়ে আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা লাগবে। আমরা চীনের টিকা ৪ থেকে ৫ কোটি ডোজ নেবো।’ জাহিদ মালেক বলেন, ‘রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাচ্ছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্ডার এখন যেভাবে বন্ধ করা আছে, তা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্তগুলো বন্ধ থাকবে।’

(ঊষার আলো-এমএনএস)