UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চুল দান করে গিনেস বুকে নাম

usharalodesk
সেপ্টেম্বর ২১, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানি বংশোদ্ভূত একজন মার্কিন স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খান। তবে স্কোয়াশ খেলে না চুল দান করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।

মাত্র ১৩ বছর বয়স থেকে চুল রাখা শুরু করেছিলেন তিনি। এরপর আর একবারও আর চুল কাটাননি। তবে দীর্ঘ ১৮ বছর পর এবার সেই চুলের অনেকটা কেটে ফেললেন তিনি।

তবে এর পেছনেও আছে একটি মহত উদ্দেশ্য। তার এই চুল ‘চিলড্রেন উইথ হেয়ার লস’ নামের একটি সংস্থায় দান করছেন এই জাহাব। এই সংস্থা চুল প্রয়োজন সেসব শিশুদের নকল চুল দান করে থাকে। তাই প্রায় ৬ ফুট ১ ইঞ্চি চুল কেটে দান করেছেন জাহাব।

আর এই মহত উদ্যোগের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠেছে তার। একবারে সবচেয়ে বেশি পরিমাণ চুল দান করার রেকর্ড গড়েছেন এই স্কোয়াশ খেলোয়াড়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে চুল দান করার ছবিটি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি জানান নিজের মনের কথাও।

(ঊষার আলো-এফএসপি)