UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র আন্দোলনে হামলার মামলায় ৩৬ আসামির আগাম জামিন

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১৬, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের বিস্ফোরক আইনের চার মামলায় ৩৬ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়া জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়। এ চারটি রাজনৈতিক মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, মুহিবুর রহমান, এটিএম ফয়সল, মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আহমদ সাগর, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, এতিমখানার শিক্ষক মাসুকুর রহমান মারুফ, যুবলীগ নেতা শামিম আহমদসহ মোট ৩৬ আসামি।

ঊষার আলো-এসএ