UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনতা ব্যাংকের মামলা এস আলমের বিরুদ্ধে

usharalodesk
ডিসেম্বর ২, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  বিতর্কিত শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা হয়েছে। রোববার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি করে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। মামলায় ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে বিকালে আদেশ দেন।

সংশ্লিষ্টরা জানান, এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নেয়। ২০১২ সালে সাধারণ বিমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয় এই প্রতিষ্ঠান। এর মধ্যে ৬১ কোটি ৪৭ লাখ টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩ কোটি ১৮ লাখ টাকা এলটিআর (লোন ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯ কোটি ৯৯ লাখ টাকা সিসি হাইপো ঋণ। সুদ-আসলে মিলিয়ে ঋণের পরিমাণ ২০২৪ সালের সেপ্টেম্বরে ১ হাজার ৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকায় উন্নীত হয়। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রেডিং করপোরেশন শিল্পের কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণসামগ্রীর ব্যবসায় জড়িত ছিল।

আদালত সূত্র জানায়, ২০০৪ সাল থেকে এস আলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। চট্টগ্রামের সাধারণ বিমা ভবনে অবস্থিত করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে এই এস আলম। এই শাখায় এস আলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা। যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে মাত্র ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।

ঊষার আলো-এসএ