UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯১তম জন্মদিবস পালন

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাপা খুলনা জেলা শাখার উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে শনিবার (২০ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সকাল ৮ থেকে পবিত্র কোরআন তেওয়াত ও বেলা ১১টায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত চেয়ারম্যানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু এবং পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑজেলা জাপার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, শেখ ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সদস্য ইসমাইল খান টিপু, এস এম এরশাদুজ্জামান ডলার. তোবারক হোসেন তপু, ওয়াদুদ মোড়ল, সহ-সভাপতি মোতয়ালী শেখ, যুগ্ম সম্পাদক জি এম বাবুল, সহ-সম্পাদক শাহজাহান আলী সাজু, সাংগঠনিক সম্পাদক সাইদ মোড়ল, শাহরিয়ার নাজিম, সরদার জিয়াউল হক, দপ্তর সম্পাদক রহমত আলী খান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জাপা নেতা সফিকুল ইসলাম বাচ্চু, এড. প্রশান্ত কুমার, এড. লুৎফর রহমান, মাস্টার আব্দুল হাকিম, মাহাতাব উদ্দিন, ইউসুফ হোসেন রাহুল, গাজী মোশাররফ হোসেন, লতিফ জমাদ্দার, শেখ আব্দুল আজিজ, শামসুল হক খোকন, মোঃ বিল্লাল হোসেন, নারায়ণ চন্দ্র সরকার, গাজী আব্দুস সালাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ।

(ঊষার আলো-এমএনএস)