UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২টি পিজিডি কোর্স চালুর সিদ্ধান্ত

koushikkln
জুন ২, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন ১২টি পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্মমুখী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (০২ জুন) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, ১২ পিজিডি কোর্সের মধ্যে রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, এন্টারপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট।

উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ একাডেমিক কাউন্সিলের ৩৪ সদস্য উপস্থিত ছিলেন।