UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস পালন : জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রস্তুতি সভা

pial
আগস্ট ৯, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটির এক প্রস্তুতিমূলক সভা খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ০৯ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোল্লা সামছুর রহমান (শাহীন)-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোঃ অহিদুজ্জামান লাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মানজারুল আলম, মোঃ আব্দুল গফুর মোল্লা, অধ্যক্ষ অনুরুদ্র বাহাদুর, সদস্য বিকাশ চন্দ্র বিশ্বাস, শেখ শাকিল হোসেন, জুয়েল সরদার, বুলুরানী মণ্ডল, মোঃ বাহাদুর শেখ, মোঃ মহিদুল ইসলাম, রবীন্দ্রনাথ বিশ্বাস, কাজী তারেক আহমেদ, ব্রজেন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা এস এম দেলোয়ার হোসেন, লিটন চন্দ্র দাস, রত্না বিশ্বাস, লাকী বেগম, লিমা খাতুন প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়

এ উপলক্ষে কোনো প্রকার চাঁদা আদায় না করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় প্রত্যেক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ইউনিট স্থানীয় আওয়ামীলীগের কর্মসূচিতে যোগদান করার জন্য বলা হয়।

এছাড়া মসজিদ, মন্দির, গির্জায় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করার অনুরোধ জানানো হয়। জেলা মৎস্যজীবীলীগের উদ্যোগে খুলনা জিরো পয়েন্টে, বঙ্গবন্ধু চত্বর ও ৩টি মাদরাসা-লিল্লাহ্ বোডিংয়ে মাছের বিরিয়ানি বিতরণের সিদ্ধান্ত হয়।

(ঊষার আলো-এফএসপি)