UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবসের কেইউজে’র দুই দিনের কর্মসূচি 

koushikkln
জুলাই ৩১, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগরী সিমেট্রি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় কথিত সাংবাদিক সংগঠনের আড়ালে রমরমা জুয়ার আসর, মাদকসহ অনৈতিক কর্মকান্ডের ঘটনা ঘটছে। যা রিতিমত সরকারের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন করছে। সরকারের নিষেধাজ্ঞার পরও এধরনের ঘটনায় খুলনার সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ উদ্বিগ্ন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি খুলনার সাংবাদিক সমাজের। অন্যথায় খুলনার সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

৩১ জুলাই বেলা ১১ টায় খুলনা সাংবাদিক ইউনিযন (কেইউজে) নির্বাহী পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চালনায় নিজেস্ব কার্যালযে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৫ আগস্ট জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে ১৪ আগস্ট বিকেলে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা। ১৫ আগস্ট সকাল সোয়া ১০ টায় জাতিরপিতার ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দুস্থ্যদের মাধ্যে খাবার বিতরণ।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান,কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও মিলন হোসেন।

সভায় জাতীয় শোক দিবস পালনে ইউনিয়নের নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজলকে আহবায়ক ও দিলিপ বর্মণ,শেখ আব্দুল হামিদ ও এসামে মনিরুজ্জামানকে সদস্য করে একটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া ইউনিয়নকে আরো গতিশীল করতে বিস্তারিত আলোচনা হয়।