UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৩তম সভা আজ (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ সভার আয়োজন করে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন এতে সভাপতিত্ব করেন। সভায় খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক (চলিত দায়িত্ব) মোঃ মনিরুল আলম, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ, সহকারী উপমহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে শিশুশ্রম বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা প্রয়োজন। শিশুদের জন্য উপযুক্ত বাংলাদেশ গড়তে আইনি পদক্ষেপের পাশাপাশি সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমে নিযুক্ত শিশুদের পুনর্বাসনের উদ্যোগ দরকার। ভবিষ্যতের জন্য আজকের শিশুদের গড়ে তুলবে হবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা যেন কোনভাবে নষ্ট না হয়।

ঊষার আলো-এসএ