ইউএসএইড প্রতিনিধিদলের মতবিনিময়
ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউএসএইড এর অর্থায়নে বিশ্ব আইপিএম (ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট) প্রকল্পের পরিচালক প্রফেসর মুনিয়াপ্পান রঙ্গস্বামীসহ ৩ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাব্য দিক নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বিশ্ব পর্যায়ের প্রকল্পে নেতৃত্বদানকারী খ্যাতিমান গবেষক প্রফেসর মুনিয়াপ্পান রঙ্গস্বামী ও তাঁর সফরসঙ্গীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এখন বিশ্বের যেকোন উন্নত বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহী। এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ফ্যাকাল্টি ও স্টুডেন্ট একচেঞ্জসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া অব্যাহত রয়েছে। কৃষি ক্ষেত্রে ফসল ও ফল উৎপাদনে জৈবিক প্রযুক্তিতে বালাই দমন অত্যন্ত সময়োপযোগী এবং তা পরিবেশবান্ধব বলে উল্লেখ করে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাথে সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
সফররত বিশ্ব আইপিএম প্রকল্পের পরিচালক বিশ্বব্যাপী উন্নয়নশীল ৩৭ টি দেশে এই কার্যক্রমের নানা দিক তুলে ধরেন এবং বাংলাদেশে এ কার্যক্রমের বিশেষ দিক উল্লেখ করেন। তিনি বলেন, জৈবিক পদ্ধতিতে সমন্বিত পোকা দমন পদ্ধতি প্রয়োগ করতে পারলে বাংলাদেশে ভূট্টা, লেবু, পেয়ারা, নারকেল, পেঁপের মতো ফসল ও ফলের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষক লাভবান হবেন। আলোচনান্তে সফরত প্রতিনিধিদল ম্যানগ্রোভসহ গবেষণা ও প্রযুক্তি বিষয়ে উপাচার্যের একান্ত আগ্রহের প্রশংসা করেন এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাথে যৌথ সহায়তা প্রকল্পের সম্ভাব্যতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এই প্রকল্পের অওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে একটি ইনোভেশন আইপিএম ল্যাব স্থাপনের বিষয়ে ইতিবাচক সাড়া দেন। এই ল্যাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আইপিএম প্রযুক্তি সম্প্রসারণ করা হবে।
এসময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোঃ সাহাদাত হোসেন, বাংলাদেশ আইপিএম কো-অর্ডিনেটর মাধব চন্দ্র দাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, ড. শিমুল দাস. ড প্রশান্ত কুমার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।