UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন আজ

usharalodesk
অক্টোবর ১৭, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে মাঠে গড়াচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আজ রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়া নিউগিনি। উদ্বোধনী দিনেই বাংলাদেশ সময় রাত ৮টায় খেলতে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ। এই ম্যাচটি হবে ওমানের মাসকাটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে। এই বাছাইপর্বের মাধ্যমেই পর্দা উঠছে বিশ্বকাপের।

বিশ্বকাপ উপলক্ষে এ মাঠটিতে তিন হাজার ধারণক্ষমতার গ্যালারি তৈরি করেছে ওমান। বাংলাদেশ- স্কটল্যান্ডের ম্যাচটি দেখার জন্য টিকেট কিনে নিয়েছেন টাইগার সমর্থকরা। প্রথমবারের মতো ওমানে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশই ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর হয়েছিল ২০১৬ সালে ভারতে। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ফের হচ্ছে ২০ ওভারের খেলার বিশ্ব আসর। বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো দেখাবে গাজী টিভি, টি স্পোর্টস এবং বাংলাদেশ টেলিভিশন। এছাড়া র‌্যাবিটহোল, টফির মতো অ্যাপসগুলোতেও দেখা যাবে খেলা।

(ঊষার আলো-আরএম)