বুধবার রাতে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নয়াবাটি রেললাইনে খুলনা থেকে ছেড়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে মহাদেব দাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে দিঘলিয়া এলাকার বাসিন্দা কৃষ্ণপদ দাস এর পুত্র।
পরবর্তীতে রেলওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এ সংক্রান্তে রেলওয়ে ফাঁড়িতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে ।
ঊষার আলো-এসএ