UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যাকারীর পরিচয় মিলেছে

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত ব্যক্তি আত্মহত্যাকারীর পরিচয় পাওযা গেছে। খুলনা রেলওয়ে পুলিশের এসআই মো: জাহাঙ্গীর আলম রাত সাড়ে ৮টায় বলেন, সকালে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যাকারীর নাম গাজী কতু্ব উদ্দীন (৫৫)। খুলনা গোবরচাকা এলাকায় বসাবস করেন। তার ছেলে ডাক্তার শফিকুর রহমান রানা৷ সে এসে লাশ শনাক্ত করেছেন। তার পরিবারের দাবি তিনি মানসিকরোগী ছিলেন।
জানা যায়, রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে খুলনা সোনাডাঙ্গা থানাধীন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রেল লাইনের ওপর তার লাশ পড়ে ছিল। নিহত গাজী কুতুব উদ্দীন দুপুর ১২টা ৫৫ মিনিটে রেল লাইনের পাশে বসেছিলেন। খুলনা রেলস্টেশনে সাগড় দাড়ি নামক একটি ট্রেন ওয়াস রূমে যাওয়ার সময় ওই লোকটি এসে রেলের পার্টিতে মাথা দিয়ে দেন। এ সময় ট্রেনটি তার মাথার উপর দিয়ে গেলে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঊআ-বিএস