ঊষার আলো প্রতিবেদক : ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ শওকত আলী লস্কর (৬৮) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. শওকত আলী লস্কর ওষুধ কোম্পানি বায়োফার্মা ও বেসরকারি ক্লিনিক ডক্টরস পয়েন্টের চেয়ারম্যান। এছাড়া কিওর হোম ও সিটি ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজধানীর গুলশান সোসাইটি জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মরদেহ খুলনায় নেয়া হচ্ছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
খুলনার বিশিষ্ট চিকিৎসক, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ শওকত আলী লস্করের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।