UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতদের ডুবিয়ে দেওয়া ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে

ঊষার আলো
জুলাই ৩০, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাত দলের ডুবিয়ে দেওয়া এফবি ভাই ভাই নামের ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে।ট্রলারটি সোনাচরসংলগ্ন গভীর সাগরের ছয়বাম এলাকা থেকে কুয়াকাটার তিন নদীর মোহনা এলাকায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকালে ভাই ভাই ট্রলারের মালিকের ভাই মো. শাহীন এ সব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ট্রলারটি ডাকাতদল ডুবিয়ে দেওয়ার পর সেটি আবার ভেসে ওঠে। পরে মহিপুরের কাশেম মাঝি ও ধানখালীর আরেক মাঝি তাদের ট্রলারের সঙ্গে বেঁধে এটি কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সগার এলাকায় নিয়ে এসেছে। আমরাও মহিপুর থেকে একটি ট্রলার নিয়ে তাদের কাছে এসেছি।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক সফিক মিয়া বলেন, ডাকাতরা আমাদের ট্রলারটি ডুবিয়ে দেওয়ার পর মহিপুরের মা বাবার দোয়া নামের একটি ট্রলার আমাকে ও আমার ট্রলারের স্টাফদের উদ্ধার করে। এখন আমরা কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে রয়েছি। আমার ট্রলারটি দুটি ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নিয়ে আসার চেষ্টা করতেছি। আশা করছি, দুপুরের মধ্যে নদী মোহনায় পৌঁছাতে পারবো।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. আরিফ বলেন, ডাকাতির ঘটনায় আমরা কোনো অভিযোগ পাইনি। তবে গণমাধ্যমে খবর পেয়ে টহল জোরদার করা হয়েছে। ডুবিয়ে দেওয়া ওই ট্রলারের কাছকাছি যাওয়ার চেষ্টা করছি।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সোনাচরসংলগ্ন গভীর সাগরের ছয়বাম এলাকায় ২৬টি ট্রলারে ডাকাতি করা হয়। এ সময় ২০ থেকে ২৫ সদস্যদের ডাকাত দল মহিপুরের এফবি ভাই ভাই নামের একটি ট্রলার ডুবিয়ে দেয়। লুট করে টাকা, মোবাইল ও মাছ।

ঊষার আলো-এসএ