UsharAlo logo
শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ড্যাবের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদরকর নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শিগগির ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলন ও কাউন্সিল করার জন্য কমিটি ঘোষণা করা হবে।

ঊষার আলো-এসএ