ঊষার আলো রিপোর্ট : ঢাকা আইনজীবী সমিতি (২০২৩-২৪) কার্যকরি কমিটি গঠনের নির্বাচনের দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝে একঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টায় পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে দুই দিনব্যাপী নির্বাচনে প্রথম দিন বুধবার ভোটাধিকার প্রয়োগ করেন ৫ হাজার ২৮ জন আইনজীবী।
প্রথম দিনের ভোটগ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। নির্বাচনে কারচুপির অভিযোগ এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারা। বৃহস্পতিবার ভোট বর্জন এবং অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকতে অনুরোধও জানান তারা।
ঊষার আলো-এসএ