ঊষার আলো ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় নগরীর ২৩ ও ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, গনসংযোগ ও ভোট প্রার্থনা করেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন। বাবু খান রোড, খান জাহান আলী রোড ও টুটপাড়া সেন্ট্রাল রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির মালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান, মোঃ ওহিদুজ্জামান, মোঃ আবু সাঈদ খান, গাজী কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, অনুপম মন্ডল, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, চিন্ময় রায়, মোঃ উজ্জ্বল হাওলাদার প্রমুখ।