UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথম স্বর্ণ রুমার

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষারর আলো ডেস্ক : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুনের নামে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ন জিতেছেন ফরিদপুর হতে উঠে আসা এই অ্যাথলেট।

সাথে ৭.৬০ স্কোর করে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া এবং ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম জিতেছেন ব্রোঞ্জ।
প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ন জিতলেন রুমা।

পদক জিতে উচ্ছ্বসিত রুমা জানান, ‘আমার এটা প্রথম বাংলাদেশ গেমস এবং প্রথমবারই স্বর্ন জিতেছি। বলে বোঝাতে পারব না কতটা ভাল লাগছে আমার।’

(ঊষার আলো-এফএসপি)