ঊষার আলো ডেস্ক : খুলনা জেলার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একর তিন ফসলী জমিতে পশুর নদীর ড্রেজিংকৃত বালিমাটি পুনরায় ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় এক বিক্ষোভ মিছিল পিকচার প্যালেস মোড় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষি জমি নষ্ট করে কোনো উন্নয়ন করা হবে না। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ বিপরীত। ইতোপূর্বে বালি ফেলার প্রতিবাদ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিওরা মিছিল মিটিং সমাবেশ করায় বালি ফেলা স্থগিত থাকে।
বক্তারা বলেন, দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের কৃষকরা গত বছর যে জমিতে প্রায় ২৫০ কোটি টাকার তরমুজ উৎপাদন করেছিল সে জমিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ পশুর নদীর ড্রেজিংকৃত বালি ফেলার পুনঃ সিদ্ধান্ত নিয়েছে। বক্তারা আরও বলেন, কৃষকদের ঐ জমিতে যদি পুনরায় বালি ফেলা হয় তাহলে এলাকার কৃষক-শ্রমিক, মেহনতী মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তীব্র আন্দোলন গড়ে তুলবে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তৃতা করেন সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদার, কৃষক সমিতি জেলা নেতা শেখ আব্দুল হান্নান, এড. এম এম রুহুল আমিন, নারী সেল জেলা আহŸায়ক সুতপা বেদজ্ঞ, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিঃ সুখেন রায়, যুব ইউনিয়ন জেলা সভাপতি ধীমান বিশ্বাস, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, শিশু স্বর্গ খেলাঘর আসর কেন্দ্রীয় সদস্য মাহফুজুর রহমান মুকুল, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি সৌরভ সমাদ্দার প্রমুখ নেতৃবৃন্দ।