UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে সুইডেনে বিক্ষোভ

usharalodesk
জুন ২১, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সুইডেনে।ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্কের আপত্তির জন্য সামরিক জোটটির সদস্য পদ পেতে বেগ পেতে হচ্ছে। খবর আনাদোলুর।

এ অবস্থায় উল্টো তুরস্কের বিরুদ্ধেই অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ মিছিল হলো সুইডেনে।সুইডেনের গোথেনবার্গের গোতাপ্লেতসেন স্কোয়ারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে কুর্দি গেরিলা সংগঠন পিকেকে।

সন্ত্রাসী কার্যকলাপের জন্য সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করেছে তুরস্ক। নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটিকে সমর্থন দেওয়ার জন্য সুইডেনকে ন্যাটোর সদস্য হতে বাধা দিচ্ছে আঙ্কারা।তুরস্কের চাপে শেষ পর্যন্ত সুইডেন যখন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে, তখনই আঙ্কারার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ মিছিল করল কুর্দি এ সংগঠনটি।

তুরস্কের অভিযোগ, গত ৩৫ বছর ধরে পিকেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এ কারণে এ সংগঠনটিকে সমর্থনকারী কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারবে না।

ঊষার আলো-এসএ